বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @monira999
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
ক্লে দিয়ে কাঁচের বোতল আর্ট by @monira999 ( তারিখ ২৮/০৫/২০২৫ )
ক্লে দিয়ে কাঁচের বোতলে কারুকার্য অত্যন্ত সৃজনশীল DIY প্রজেক্ট। এটি কাঁচের পুরনো বোতলকে নতুন রূপ দেওয়ার সাথে শিল্পীর শিল্পসত্তাকে প্রকাশের একটি দারুন উপায় দেয়। আমার বাংলা ব্লগের চলতি প্রতিযোগিতার বেশ কিছু সুন্দর সুন্দর DIY আমরা পেয়েছি। আজ যখন আমার বাংলা ব্লগ স্ক্রল করছিলাম তখন পোস্টটি নজরে আসে। পোস্টটি আকর্ষণীয়, আরেকটি বিষয় হলো লেখিকা @monira999 শরীর অসুস্থ থাকা সত্ত্বেও প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রেরণা নিয়ে আমাদের এই সুন্দর DIY দিয়েছেন।
ক্লে দিয়ে নানা রকম ফুল, পাতা বা জ্যামিতিক নকশা তৈরি করে বোতলটি সাজানো হয়েছে। যা শুধু ঘর সাজানোর উপকরণ নয়, উপহার হিসেবেও একটি শিল্পকর্মে পরিণত হয়েছে। বোতলের গায়ে ক্লের নকশাগুলি রঙ দিয়ে সাজানো হয়েছে, যা পুরো কাজটিকে জীবন্ত ও দৃষ্টিনন্দন করে তুলেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।