সফল হলে ছেঁড়া জামা টাও ইতিহাস আর ব্যর্থ হলে স্যুট পরাটাও উপহাস ।

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের,সফল হলে ছেঁড়া জামা টাও ইতিহাস আর ব্যর্থ হলে স্যুট পরাটাও উপহাস এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

1000075100.jpg

আসুন শুরু করি

জীবনের গতিপথে বাস্তবতা কতোটা কঠিন তা একমাত্র মধ্যবিত্ত এবং গরিব পরিবারের সন্তানেরা জানে। জীবনে গতিপথ অত্যন্ত কঠিন। মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জীবনে সফলতা পাওয়া এতোটা সহজ হয় না। জীবনে সফলতা পাওয়ার জন্য অনেক দুঃখ কষ্ট এবং পরিশ্রম করে সফলতার দিকে এগিয়ে যেতে হয়। জীবনে এই সফলতা পাওয়ার জন্য মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা জীবন পর্যন্ত বাজি রাখে থাকে। কিন্তু ভাগ্য যদি খারাপ হয় সফলতা ধরা দেয় না তার কপালে।

বর্তমান সমাজে সবাই যে ব্যক্তি সফল তাকে সম্মান করে তাকে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি মনে করে। ধন সম্পদ থাকলে বা, যেকোনো ভাবে সফল হলে মানুষ মাথায় তুলে নাচে। কিন্তু সমাজে অনেক মানুষ রয়েছে যারা কঠিন পরিশ্রম করে যাচ্ছে কিন্তু সফল হচ্ছে না। জীবনে পাওনা কোনভাবে সফলতা হচ্ছে না সে ব্যক্তিকে সবাই ঘৃণা করে তারা পরিশ্রমকে কেউ মূল্যায়ন করে না তার কথাকে কেউ দাম দেয় না সবাই তার প্রতি অনীহা এবং বিরক্ত প্রকাশ করে। সফর না হতে পারলে জীবনের সব জায়গায় অবহেলিত হতে হয়।

বর্তমান সমাজ বাস্তবতায় জীবনে সফল হওয়া খুবই প্রয়োজন। কারণ সফল হতে পারলে সবাই তাকে ভালোবাসে। আর সফর না হলে সবাই তাকে অবহেলা করে। তার জীবনের প্রতিটি বিষয় কাজকর্মে চলাফেরায় তাচ্ছিল্য করে থাকে। সফল হলে ছেঁড়া জামা টাও ইতিহাস আর ব্যর্থ হলে স্যুট পরাটাও উপহাস ।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment