১০০ স্টিম পাওয়ার বৃদ্ধি || by @kazi-raihan

আজ -| ১১ই জ্যৈষ্ঠ |১৪৩২ বঙ্গাব্দ |বুধবার|


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। আমি কাজী রায়হান। আমার ইউজার নেম @kazi-raihan মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



1000114164.png

Canva দিয়ে তৈরি

শুভ রাত্রি সবাইকে,

আজকে আবার চলে এলাম নতুন একটি পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।আর @rex-sumon ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মাঝে এমন সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। যদিও এই প্রতিযোগিতাটি বেশ কিছুদিন বছর আগে থেকেই চলে আসছে। তবে আজকে ২০২৪ সালের পর্ব শেষ করে ২০২৫ সালের পর্ব চালু করা হয়েছে। ২০২৫ সালের টার্গেট ডিসেম্বর সিজন-৫ এ এটা আমার ২২ তম পাওয়ার বৃদ্ধি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে নতুন বছরে নতুন টার্গেট সামনে রেখে এগিয়ে চলা। আমার লক্ষ টার্গেট ডিসেম্বর সিজন-৫ তে ১৫০০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করা। ২০২৪ সালে টার্গেট ডিসেম্বর সিজন-৪ শেষে আমার স্টিম পাওয়ার ছিল ৬৯৯৫। অর্থাৎ ৭ হাজার স্টিম পাওয়ার তৈরি হতে মাত্র পাঁচ স্টিম অবশিষ্ট ছিল। এই বছরের শুরু থেকে ৬৯৯৫ স্টিম পাওয়ার হতে যাত্রা শুরু করে টার্গেট ডিসেম্বর সিজন-৫ এ ১৫০০০ স্টিম পাওয়ার তৈরি করার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সপ্তাহে ১টি পাওয়া আপ এর ফলে আমার একাউন্টে এসপির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যা আমার জন্য খুবই ভালো সংবাদ। নিজের একাউন্টের ভ্যালু বৃদ্ধি পেলে কার না ভালো লাগে বলুন। আমি এই প্লাটফর্মে দীর্ঘ দিন কাজ করতে চাই এই জন্যই প্রতি সপ্তাহে একবার করে হলেও পাওয়ার আপ করার চেষ্টা করি। টার্গেট ডিসেম্বর সিজন-৫ কে সামনে রেখে প্রতি সপ্তাহে নিজের সাধ্য মতো স্টিম পাওয়ার আপ করার চেষ্টা করি।তারই ধারাবাহিকতায় আজ আমি ১০০ স্টিম পাওয়ার আপ করবো। মূলত আপনি কি পরিসরে পাওয়ার বৃদ্ধি করবেন সেটা নির্ভর করে আপনার দৈনন্দিন ইনকাম করা স্টিম এর উপরে। প্রতিদিন যদি আপনার ওয়ালেটে ২০-২৫ স্টিম যুক্ত হয় সেক্ষেত্রে আপনি খুব সহজেই বড় পরিসরে পাওয়ার বৃদ্ধি করতে পারবেন। আর যদি সামান্য কিছু স্টিম প্রতিদিন যুক্ত হয় সেক্ষেত্রে আপনি চাইলেও বড় পরিসরে স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবেন না অর্থাৎ পুরোপুরি স্টিম পাওয়ার বৃদ্ধি করার বিষয়টা নির্ভর করে মার্কেটের উপরে আর আপনি কতটুকু পাওয়ার বৃদ্ধি করতে চান সেটার ইচ্ছাশক্তির উপর। আশা করছি ২০২৫ সালের পুরোপুরি সময় মার্কেট অনেক ভালো থাকবে নিয়মিত বড় পরিসরে পাওয়ার বৃদ্ধি করতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক আজকের পাওয়ার বৃদ্ধির প্রসেসটির আপনাদের মাঝে তুলে ধরছি।





1000004490.jpg

  • আমার বর্তমান স্টিম পাওয়ার রয়েছে ৯৮৮৬ স্টিম আর লিকুইড স্টিম রয়েছে ২৪১ সেখান থেকে ১০০ স্টিম পাওয়ার আপ করবো।

1000004491.jpg

1000004492.jpg

1000004493.jpg

1000114161.jpg

Screenshot_20220727-064059_Chrome.jpg

Screenshot_20220510-084958_Chrome.jpg

  • পাওয়ার আপ অপশনে গিয়ে পাওয়ার আপ এর উপরে ক্লিক করলাম। আমার লিকুইড স্টিম ২৪১ থেকে ১০০ স্টিম পাওয়ার কনর্ভাটে বসিয়ে নিয়ে ওকে করে দিয়েছি। পাওয়ার আপ এ ক্লিক করলাম এবং ওকে করে পাসওয়ার্ড বসিয়ে দিলাম।

1000004494.jpg

  • আমার আগে স্টিম পাওয়ার ছিল ৯৮৮৬ স্টিম বর্তমান স্টিম পাওয়ার হয়েছে ৯৯৮৬ স্টিম। আমি পাওয়ার আপ করতে ভালোবাসি। যেটা ভবিষ্যতে চলমান থাকবে।

পূর্বের এসপি৯৮৮৬
পাওয়ার আপ১০০
বর্তমান এসপি৯৯৮৬

সমাপ্তি

আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও মাঝে মাঝে বাইক নিয়ে নতুন নতুন জায়গায় ঘুরতে খুবই ভালোবাসি। অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে ভালবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



standard_Discord_Zip.gif

H2
H3
H4
3 columns
2 columns
1 column
10 Comments