নমস্কার বন্ধুরা,
লালাবাগান থেকে বেরোতেই অনেক রাত হয়েছিল, সেই সাথে শরীর প্রায় নিঃশেষ। ঘন্টাদুয়েক কাটলে ভোরের আলো ফুটবে তাই বাড়ি ফেরার পথ ধরলাম। কিন্তু আটকে যেতে হলো তেলেঙ্গাবাগানে সার্বজনীনে পৌঁছে। রাত তিনটে পেরিয়ে গেছে, তবুও তেলেঙ্গাবাগানে অল্প কজনের ভিড়। তাই দেখে দাঁড়িয়ে পড়লাম। গুটি গুটি ঢুকলাম, তেলেঙ্গাবাগানে সার্বজনীনে পুজোতে। তাদের পুজোর ভাবনা, যেন এক প্রতিবাদ, এক আহ্বান, এক চেতনাজাগরণ। তেলেঙ্গাবাগানে সার্বজনীনের থিম, ‘পৃথিবী পদ্যময়’। সেটাকে কেন্দ্র করে সাজানো হয়েছে পুরো মণ্ডপ, যার প্রতিটি ধাপ, প্রতিটি রঙ, প্রতিটি শব্দ যেন যেকোনো মানুষের মনকে নাড়া দিয়ে যাবে।
ভোর রাতে, অল্প মানুষের ভিড় আর আলো-আঁধারির খেলায় যখন মন্ডপের সামনে এসে দাঁড়ালাম, তখনই অনুভব হলো, এটা আদৌ সাধারণ কোনো মণ্ডপ নয়। যেমন মুখবন্ধেই লেখা ছিল, “মানুষ বাঁচে জন্য খায়, না কি খায় বাঁচার জন্য?”
আমাদের সমগ্র পৃথিবীতে যেক’টি মৌলিক দ্বন্দ্ব বর্তমান, খাওয়া তার মধ্যে অন্যতম। মানব সভ্যতা প্রতিনিয়ত দ্বিধার সম্মুখীন, মানুষ খাবে বাঁচার জন্য, নাকি বাঁচবে খাওয়ার জন্য। সংখ্যার নিরিখে পৃথিবীতে ৭০০ কোটিরও অধিক মানুষ রয়েছে, আর পৃথিবীতে প্রতি বছর ১০০ কোটিরও বেশি মানুষের খাদ্য অপচয় হয়। জীবনের মোহে ছুটতে গিয়ে মানুষের পাতে খাবার আজ হয়ে উঠছে অলংকার। নানান লৌকিক এবং সামাজিক অনুষ্ঠানে কেউ করছে খাবারের অপচয়, আবার বহু মানুষকে সেই খাবারের ঘ্রাণ নিয়েই আস্বাদন করতে হয়। কোথাও মানুষদের ভোজে থাকছে রাশি রাশি খাদ্য, আবার কোথাও উৎসব উদযাপনে শোভা পাচ্ছে অসংখ্য খাদ্যপণ্যের সমাহার। শহরের রেস্তোরাঁয় বিলাসবহুল আহারে রসনা তৃপ্তি খোঁজে কেউ কেউ। পক্ষান্তরে, অনাহারে কাটে কেউ বা গোটা দিন। কি নির্মম পরিহাস! আমরা চাইলেই পৃথিবীর প্রতিটি মানুষের মুখে খাবার তুলে দিতে পারি। অন্তত একটি অন্নপূর্ণ আহার, সেটা হবে পূর্ণিমার রাতের চাঁদের মতোই সুন্দর। কারণ, পেট ভরে থাকলে এই ‘গদ্যময় পৃথিবী’তেও মানুষ খুঁজে পায় ছন্দ।
অথচ আমরা অনেকেই সচেতন নই, আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস, অপচয় বা বৈষম্য নিয়ে। সবাই ব্যস্ত হয়ে আছি আমাদের নিজেদেরকে নিয়েই।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
