জেনারেল রাইটিং-কপাল যখন খারাপ হয় তখন সবদিক থেকেই খারাপ হয়।

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আজ মনটা ভীষণ খারাপ।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি কপাল যখন খারাপ হয় তখন সবদিক থেকেই খারাপ হয় এই বিষয় নিয়ে কিছু আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


কপাল যখন খারাপ হয় তখন সবদিক থেকেই খারাপ হয়:


headache-3660963_1280.jpg

Source


বিপদ যখন আমাদের সামনে আসে তখন দেখা যায় আরো অনেকগুলো বিপদ পথ ধরে বসে থাকে।তেমনি ভাবে হঠাৎ করে পরিকল্পনা হয় গ্রামের বাড়িতে যাওয়ার।প্রথমে আমার বাসায় সামনে থেকে গাড়িতে ওঠার কথা ছিল। পরবর্তীতে সেটা পরির্বতন করা হয়।যেহেতু আমার খালামনিরা একদম চলে যাবে।কারণ আমার বোন রাজশাহী ভার্সিটিতে উত্তীর্ণ হয়েছে তাই তারা একদম বাসা ছেড়ে গ্রামের বাড়ি চলে যাবে। কারণ ঢাকার জীবন তাদের একদমই ভালো লাগেনা। যদিও আমার আংকেল থাকার জন্য অনেকবার খালামণিকে বলেছিল। কিন্তু খালামনির ঢাকায় থাকতে একদমই ভালো লাগেনা।গ্রামের বাড়িতে থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। সত্যিই ঢাকার জীবন খুবই কষ্টকর।গ্রামে গেলে খোলা আকাশের নিচে নিঃশ্বাস ফেলা যায়।কিন্তু ঢাকায় তা হয়ে উঠে না। চারিদিকে দালান কোঠায় শুধু ভরপুর। কিন্তু গ্রামে যেখানেই যায় না কেন চারিদিকে শস্য শ্যামল সবুজ মাঠ দেখা যায়। তাই গ্রামে থাকতে ভালো লাগে।


আমাদের গাড়ি ছিল রাত্রি ১১ টায় সময় আমি এবং আমার হাজব্যান্ড দুপুরের দিকে খালামনির বাসায় চলে যাই। রাত্রিবেলায় যখন আমরা কাউন্টারে যাওয়ার জন্য বের হই তখন প্রায় ৯ টা বাজে। তখন হঠাৎ করেই অনেক জোরে বৃষ্টি আসে।এমন সময় মিষ্টিটা নেমেছিল ঠিক বের হওয়ার আগ মুহূর্তে। কিন্তু তাতে আমাদের করার কিছু ছিল না। কিন্তু আমাদের যে বের হতেই হবে এই জন্য আমার হাজব্যান্ড বৃষ্টির মধ্যে ভিজে বের হয় সিএনজি আনতে। অনেকটা সময় অতিবাহিত হওয়ার কারণে আমি তাকে ফোন দেই ফোন রিসিভ করছিল। কিন্তু কোন কথা সে শুনতে পারছিল না।কারণ তার ফোন বৃষ্টিতে ভিজে একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল।

বেশ কিছুক্ষণ পর সে সিএনজি নিয়ে আসে। এরপর আমরা ঠিক সময় কাউন্টারে পৌঁছে যাই। কিন্তু সেখানে গিয়ে আরেক বিপদে পড়তে হয়।সেই কাউন্টার থেকে বলে এখানে না দাঁড়িয়ে সামনে এগিয়ে যেতে। এরপর আবারও সেখান থেকে সব জিনিস পত্র নিয়ে সামনে এগিয়ে গিয়ে গাড়িতে উঠতে হয়।সারাটা দিন বেশ ধকলের মধ্যে পার করতে হয়েছিল আমাদের। বিশেষ করে আমার হাজবেন্ডের অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়েছিল।বৃষ্টিতে ভিজার কারণে তার তো ফোন নষ্ট হয়েছিল। সাথে আবার ভীষণ জ্বরও এসেছিল।খুব কষ্ট করেছিল সেইদিন।এটা থেকে আমি বুঝতে পারি যখন কপাল খারাপ হয় তখন সব দিক থেকে খারাপ হয়।এটাই ছিল আমার আজকের পোস্ট। ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
5 Comments