ট্রাভেল-লালবাগ কেল্লা ভ্রমণ (পর্ব ৫)||

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে।আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি লালবাগ কেল্লা ভ্রমণ (পর্ব ৫) অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।


লালবাগ কেল্লা ভ্রমণ (পর্ব ৫)

IMG_20241012_161905_029.jpg
Device-XANON-X20


IMG_20250527_111659.jpg
Device-XANON-X20
Location


ভ্রমণ প্রেমী নয় এমন মানুষ খুব কম জনই রয়েছে।ভ্রমণ করতে সকলেই ভালোবাসে।আমি তো যে কোনো দর্শণীয় স্থান দেখার জন্য সর্বদায় প্রস্তুত।এত ভালো লাগে ভ্রমণ করতে যা ভাষায় লিখে প্রকাশ করলেও কম হবে।এর আগে আমি বেশ কিছু পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছি।আজকে আমি আপনাদের সাথে লালবাগ কেল্লা ভ্রমণের (পর্ব ৫) অভিজ্ঞতা নিয়েই আলোচনা করতে যাচ্ছি।



IMG_20241012_161103_785.jpg

Device-XANON-X20
Location


এরপর হাম্মানখানা থেকে কিছু টা দুর হেঁটে সামনের দিকে এগিয়ে যাই।কিছুটা পথ যাওয়ার পর আমরা একটি সুন্দর প্রবেশ পথ দেখতে পাই।আবার চার পাশে সুন্দর ফুলের গাছ ছিল।দেখতে বেশ লাগছিল।যদিও এখন কোনো পাহারাদার নেই। হয়তো কোন এক সময় এই জায়গায় পাহারাদার দিয়ে ভর্তি ছিল। অনুমতি ছাড়া প্রবেশ করা যেত না। কিন্তু এখন বিনা অনুমতিতে ভিতরে যাওয়া যায়।


IMG_20241012_161307_074.jpg

Device-XANON-X20
Location


এরপর আমরা ভিতরে প্রবেশ করি আর প্রথমেই একটি পরিত্যক্ত ভবন দেখতে পাই। যেটা আগে ব্যবহার করা হতো।একসময় পরিপূর্ণ ছিল এই ভবন। কিন্তু এখন একদম অকেজো হয়ে পড়ে আছে। একসময় এই ভবনটিতে মানুষের চলাচল ছিল। কিন্তু এখন এটি ঝুঁকিপূর্ণ একটি ভবন হিসেবে রয়েছে।


IMG_20241012_161335_204.jpg

Device-XANON-X20
Location


সামনের দিকে আরেকটি ভবন দেখতে পাই।এই ভবনে ঢুকার পথ বন্ধ করে দেওয়া হয় একদম।কারণ এইখানে প্রবেশ করলে বিপদ হতে পারে।ভবনটি যদিও পরিত্যক্ত তবুও দেখতে বেশ দারুন ছিল।যদি বাহিরে থেকে দাঁড়িয়ে দেখছিলাম।তবুও আমাকে বেশ মুগ্ধ করেছিল।

IMG_20241012_161429_198-3.jpg

Device-XANON-X20
Location


এরপর আরো একটি ভবন দেখি।যেটার বেশির ভাগ অংশ একদম ভেঙ্গে গিয়েছিল।তবুও নিজের জায়গা থেকে নিজের সৌন্দর্য বেশ সুন্দর ভাবে তুলে ধরেছিল।আধ ভাঙ্গা ভবনটির সৌন্দর্য দেখে খুবই ভালো লেগেছিল।কি সুন্দর ভাবে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ছিল।দেখে নিজের চোখ ফিরাতে পারছিলাম না।ভবনটি যখন নির্বাণ করা হয়েছিল না জানি দেখতে কত সুন্দর ছিল।সব মিলিয়ে দারুন ছিল।এরপর আমরা আরো কিছুটা সামনে এগিয়ে যাই।আরো নতুন নতুন না দেখা অনেক জিনিস দেখতে পারি।সেই সব কিছু পরের পর্বে শেয়ার করবো।তার জন্য অবশ্যই পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে।আজ এই পর্যন্ত।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
7 Comments