আনন্দ নেই, তবুও হেসে যাই

🌼 হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশাকরছি সকলে ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ।

General Writing

1000000814.png

made by @nusuranur

nowrin,.png

আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।

বর্তমানে মানুষের পরিস্থিতির দিকে যদি তাকাই, তাহলে সত্যি কথা বলতে অনেক কষ্ট লাগে। বলা চলে, আগের মানুষ এক রকম ছিল আর এখনকার মানুষ আর এক রকম। আমি আজ তথ্যপ্রযুক্তি বা আধুনিকতা নিয়ে কথা বলছি না, কারণ এ নিয়ে এর আগেও আমি একটি লেখা প্রকাশ করেছিলাম যেখানে বলেছিলাম বর্তমানে আমরা এত বেশি আধুনিকতার ছোঁয়ায় অভ্যস্ত হয়ে পড়েছি যে, তার প্রভাব আমাদের জীবনে নানা সমস্যা সৃষ্টি করছে।

তবে আজকের লেখাটি একটু ভিন্নধর্মী। এই বিষয়ে কতজন একমত হবেন জানি না, তবে আমি এই প্ল্যাটফর্মে সব সময় আমার বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরতে পছন্দ করি।

যাইহোক, আমার মূল বক্তব্য হলো আমি যেটা অনেক বেশি খেয়াল করেছি,তা হলো আগেকার মানুষের মনে সত্যিকারের আনন্দ ছিল।ধন-সম্পদ, প্রযুক্তি বা আধুনিকতার ছোঁয়া কম থাকলেও, তারা সত্যি করে আনন্দে বাঁচতে পারত। তাদের যে মানসিক শান্তি ও সুখ ছিল, সেটা এখনকার মানুষের সাথে তুলনা করলে একেবারে আকাশ-পাতাল পার্থক্য দেখা যায়।

এই কারণে মাঝেমধ্যে আমি ভাবি, আমাদের মধ্যে এমন কী হলো? কিংবা আমাদের সঙ্গে এমন কী ঘটল যে, আমরা সেই আগেকার মানুষগুলোর মতো সুখে-শান্তিতে বাঁচতে পারি না?

আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন নিজের পরিবারকে দেখেন,তাহলে বুঝবেন,আপনি এখন যতটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন,আপনার দাদা কিংবা তার বাবা ততটা ঝঞ্ঝাটের মুখোমুখি হননি। অথচ তারা তুলনামূলকভাবে অনেক সুখী জীবন যাপন করতেন।

আসলে,সবকিছুর মূলে আমি যেটা মনে করি,সেটা হলো -আমাদের অতিরিক্ত প্রত্যাশা । এই প্রত্যাশাই আমাদের সুখ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমরা হাসছি,আনন্দ করছি।কিন্তু তাতে সত্যিকারের আনন্দ নেই, নেই কোনো গভীর প্রশান্তি।কারণ, আমরা তা হারিয়ে ফেলেছি।

আসলে, আধুনিকতার পিছনে ছুটতে ছুটতে আর সব ফেক ও বাহ্যিক জিনিসে ডুবে থেকে, আমরা জীবনের আসল মানে, আসল শক্তি, সেই মূল সত্যটাকে হারিয়ে ফেলছি। এমন একটা অবস্থা হয়েছে যে, একটা মানুষ যদি আজীবন ভেজাল খায়, সে হঠাৎ একদিন যদি খাঁটি খাবার খায়, তা সে হজম করতে পারে না।

আমাদের অবস্থা অনেকটা তেমনই আমরা এতো বেশি ফেক হাসিতে অভ্যস্ত হয়ে গেছি যে, আসল সুখ কাকে বলে, সেটাও অনুভব করতে পারছি না।

The End📍
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।


This is your beloved @nusuranur.



8FF7198D-D313-4FC3-ADE4-05C262C64B9E.png

Banner_PUSS2.png

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments