হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২৮ শে মে, বুধবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে।যেখানে যাই সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করে রাখি। আজ আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফুল হলো সৌন্দর্যের প্রতীক। আর সৌন্দর্যের ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে কসমস ফুলের ফটোগ্রাফি। এই ফুল গুলোকে আমি কসমস ফুল হিসেবে চিনি। দেখতে অনেকটা ভৃঙ্গরাজ ফুলের মতো হলেও এটা ভৃঙ্গরাজ নয়। এই ফুল বেশ জনপ্রিয় একটি ফুল। সৌন্দর্যের দিক দিয়ে অতুলনীয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ফুলের দেখা পাওয়া যায়। নার্সারিতেও এ ধরনের ফুলগুলো চাষাবাদ করা হয়। আমাদের ক্যাম্পাসে এই ফুল অনেক রয়েছে। সেখান থেকে ফুলগুলো ফটোগ্রাফি করেছিলাম।
ফটোগ্রাফি নং-২
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি। কৃষ্ণচূড়া ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর। বড় একটি গাছের মাথায় সাদা মেঘ ভরা আকাশকে লাল আবির মেখে যখন দাঁড়িয়ে থাকে তখন যেন এই সৌন্দর্যের কোন ব্যাখ্যা হয় না। আমাদের কলেজের সামনের গাছটা বেশ বড় ছিল। পরবর্তীতে গাছটার অর্ধেক অংশ অর্থাৎ একটি ডাল কেটে ফেলেছে। গাছের অর্ধেক অংশে এই ফুলগুলো ফুটেছে। দেখতে ভীষণ সুন্দর লাগছে। এ সময় কৃষ্ণচূড়া সৌন্দর্যকে উপেক্ষা করা যায় না।
ফটোগ্রাফি নং-৩
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে আমাদের সকলের প্রিয় এবং অতি পরিচিত একটি ফুল নয়ন তারা ফুল। ফুল গুলো দেখতে ভীষণ মিষ্টি। যেকোনো রঙে তাকে সুন্দর লাগে। এই ফুল আমরা অনেকেই চিনে থাকি। বেশিরভাগ মানুষ নিজের বাসায় এই ফুল চাষ করেও থাকি। আমাদের বাসাতেও অনেক নয়ন তারা ফুল রয়েছে। নয়ন তারা ফুল আমার খুব ভালো লাগে। দেখতে খুবই সুন্দর। আসলে সব ফুল তার নিজের মত সুন্দর। বাকি সবকিছুর সৌন্দর্য অপেক্ষা করা গেলেও ফুলের সৌন্দর্য আপনাকে কাছে ডাকবেই। এই ফুলের ফটোগ্রাফিটি আমাদের ক্যাম্পাস থেকেই করা হয়েছে।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে নাম না জানা একটি ফুল। এই ফুলের নাম আমার জানা নেই। বৃষ্টির পর যখন ক্যাম্পাসে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করছিলাম তখনই চোখে পড়ে ফুলটি। এই গাছে খুব বেশি একটা ফুল ছিল না। তবে যে কটা ফুল ছিল বৃষ্টি ভেজার পর দেখতে বেশি ভালো লাগছিল। দেখতে অনেকটা মাইক ফুলের মত হলেও এটা কোন বিদেশি ফুল হবে। ভারী মিষ্টি কিন্তু ফুলটি।
ফটোগ্রাফি নং-৫
এটা হচ্ছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। যারা আমার পোস্ট নিয়মিত দেখেন তারা সকলেই হয়তো এই বাগান বিলাসের ছবি এর আগেও অনেকবার দেখেছেন। কলেজ গেটের প্রধান আকর্ষণ এই বাগান বিলাস ফুলের গাছ। পুরো গেটে জুড়ে এত সুন্দর ভাবে তার বিচরণ দেখলেই শান্তি অনুভূত হয়। অসম্ভব শান্তি মেলে। এ ফুল সম্পর্কে আর আলাদা করে কিছু বলার নেই। বাগান বিলাস ফুল বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে এক অন্যতম প্রধান। কমবেশি সকলেই এই ফুলের সৌন্দর্য মুগ্ধ।
ফটোগ্রাফি নং-৬
এটা হল নাম না জানা আরেকটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নামটিও আমার জানা নেই। এটাও দেখতে অনেকটা মাইক ফুলের মতই। উপরে যে ফটোগ্রাফি টি শেয়ার করেছি সে ফুলটি আর এটার মধ্যে শুধু রঙের পার্থক্য নয় রয়েছে গঠনেরও পার্থক্য। ফুলগুলো হয়তো একই জাতের হবে। এই ফুলগুলো এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আবার অন্য একটি ফটোগ্রাফি তে শেয়ার করলাম। ক্যাম্পাসের ফুলের এই সৌন্দর্য বারবার ক্যামেরা বন্দি করতে আমার ভীষণ ভালো লাগে।
ফটোগ্রাফি নং-৭
এই ফটোগ্রাফি তে রয়েছে আমাদের অতি পরিচিত একটি জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুল তো আমরা সকলেই চিনি। জবা ফুলের ঔষধি গুণ সম্বন্ধেও আমরা সকলেই অবগত। খুবই সুন্দর এবং গুণসম্পন্ন একটি ফুল হলো জবা। ফটোগ্রাফিটি করার সময় অনেকটা জুম করতে হয়েছিল। সেজন্য হয়তো ফটোগ্রাফিটি একটু ওই স্পষ্ট হয়েছে। তবে জবা ফুল গাছে একাধিক জবা ফোটে দেখতে ফটোগ্রাফিক থেকেও বেশি ভালো লাগে।
আজ এই পর্যন্তই।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ:২৪ শে মে ২০২৫ ইং
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14

