"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম। এই অনু কবিতা গুলো আমি প্রকৃতির সৌন্দর্য ও মনের অনুভূতির দ্বারা প্রকাশ করার চেষ্টা করেছি। আসলে প্রকৃতির মায়ায় এই অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো যত দেখি ততই ভালো লাগে। তাই তো প্রকৃতির টানে যেন বারবার ফিরে যেতে ইচ্ছা করে,এই প্রকৃতির মাঝে। তাই তো মনের অনুভূতি থেকে ভালোবাসার প্রিয় মানুষের প্রতি মনের আবেগ, অনুভূতি দিয়ে কিছু কবিতা লিখেছি।আমার লেখা এই অনু কবিতা গুলো আশা করছি আপনাদের ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১


ছাতাটা খুলে নিয়েছিলাম,
বৃষ্টির থেকে নিজেকে বাঁচাতে।
আকাশ কাঁদছিল কেমন হালকা হাওয়ায়,
ঠিক তেমনই আমিও,তোমার টানে চলে যায়।

টুপটাপ শব্দে মাটি ভিজছিল,
আর আমার বুকের ভেতর জমছিল জল।
তোমার বলা শেষ কথাটা
আজও প্রতিধ্বনি হয়ে ফিরে আসে,
প্রতিটা বর্ষার দিনে।

অনু কবিতা-২


ধানক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাই,
চোখ বুঁজলেই যেন কাঁচা মাটির গন্ধ পাই।
হলদে রোদের মধ্যে
কাকটা বসে,একাকী, নিঃশব্দে
ঠিক যেন আমার মতোই।

কোনো এক দুপুরে আমি ছোট ছিলাম,
কাদামাখা পায়ে দৌড়েছি, হেসেছি,
মায়ের ডাকে থেমেছি হঠাৎ।
শুধু আমি বদলে গেছি অচেনা শহরের ছায়ায়।

অনু কবিতা-৩


তোমার লেখা চিঠিটা আজ আবার খুললাম,
পুরোনো খামের ভাঁজে আজও লেগে আছে
তোমার স্পর্শের উষ্ণতা।
অক্ষরগুলো কাঁপা হাতে লেখা,
শেষ লাইনে ছিল,যদি একদিন ভুলে যাও,
আমায় ক্ষমা কোরো মন থেকে।

চোখ ছলছল করলো,
না, শুধু ধুলোর জন্য নয়,
চিঠির প্রতিটা লাইনে
তোমার অনুপস্থিতি যেন চিৎকার করে উঠছে।
কিছু কথা মুখে বলা যায় না।
তাই হয়তো কাগজই তোমার শেষ আশ্রয় ছিল।

অনু কবিতা-৪


রাতটা ছিল চাঁদহীন,
তবু আমার ঘরে আলো ছিল,তোমার চোখে।
তুমি জানালার পাশে দাঁড়িয়ে,
আধা চাঁদের মতো মুখ নিয়ে,
চুপ করে তাকিয়ে ছিলে,
একটাও শব্দ উচ্চারণ করোনি আমার দিকে চেয়ে।

তোমার নীরবতা বুঝিয়ে দিয়েছিল
সবচেয়ে গভীর কথাগুলো,
ভালোবাসা সবসময় শব্দে হয় না।
আমি তাকিয়ে ছিলাম তোমার দিকে,
আকাশের তারা কোথায় হারিয়ে গিয়েছিল জানি না,
তবে তোমার চোখেই আমি
একটা পুরো মহাকাশ খুঁজে পেয়েছিলাম।

fox-ga73d03b37_1920.png

source

মনের অনুভূতি ও কল্পনা থেকে আমার লেখায় এই কবিতাগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আশা করছি আমার আজকের অনু কবিতা গুলো আপনাদের ভালো লাগবে। আসলে ভালোবাসার অনুভূতি দিয়ে লেখা এই কবিতাগুলো আমার কাছে দারুন লেগেছে। তাই তো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বন্ধুরা পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

H2
H3
H4
3 columns
2 columns
1 column
11 Comments