আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, ২৮ ই মে ২০২৫ ইং
চলছে গ্ৰীষ্মকাল।গ্ৰীষ্মকাল মানেই এক উৎসব মুখর পরিবেশ।গ্ৰীষ্মকালে একের এক টি করে উৎসব লেগেই থাকে। বিশেষ করে গ্ৰামের ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে ছোট ছোট খেলার আয়োজন এবং সন্ধ্যা বেলা সাংস্কৃতিক অনুষ্ঠান। ঠিক এমন এক সন্ধ্যায় হলো আমাদের এলাকার পাশের একটি স্কুলে হলো বছরের প্রথম ওপেন কনসার্ট। সারাদিনের কাজের ক্লান্তি নিয়েই বেরিয়ে পড়েছিলাম বন্ধুদের সঙ্গে, কেবল একটু মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিতে। তবে ঠিক তখনই বুঝতে পারিনি, এই সন্ধ্যাটা হয়ে উঠবে এতটা বিশেষ। দীর্ঘ দিন ধরে তেমন একটা ওপেন কনসার্ট দেখা হয়নি। প্রায় এক বছর হয়ে গেল। যাইহোক, আমরা বেশ কয়েকজন বন্ধু সহ গিয়েছিলাম এই কনসার্টের মধ্যে।
কনসার্টের ভেন্যুটা ছিল এক খোলা প্রান্তর, যেখানে আকাশটা এতটাই খোলা মনে হচ্ছিল, যেন গ্ৰামের সব কোলাহল হারিয়ে গেছে ঐ গানের ভেতর। স্টেজে তখন প্রস্তুতি চলছিল, আর দর্শকরা ধীরে ধীরে ভরে উঠছিল। চারপাশে নানা রকমের মুখ, কেউ প্রিয়জনের হাত ধরে এসেছে, কেউ বা একা, কানে হেডফোন দিয়ে বসে আছে, আবার কেউ কেউ আনন্দে নেচে উঠছে আগে থেকেই। বিভিন্ন জন বিভিন্ন ভাবে অনুষ্ঠান টি উপভোগ করার চেষ্টা করছিল। আবার কেউ কেউ গানের তালে তালে নাচার ও চেষ্টা করছিল।এক সময় আমরা সকল বন্ধুরা এরকম কনসার্টে গিয়ে নাচানাচি করছিলাম। কিন্তু এখন আর সেই আগের বয়স নেই।
সন্ধ্যার আলো গাঢ় হতে না হতেই স্টেজ আলোকিত হলো। প্রথম ব্যান্ডটি মঞ্চে উঠতেই চিৎকারে মুখরিত হয়ে উঠল পুরো প্রান্তর। গানের তালে তাল মেলাতে মেলাতে একসময় আর বোঝাই গেল না, কে শিল্পী আর কে শ্রোতা। গানের মধ্যেই যেন মিলিয়ে যাচ্ছিলাম আমরা সবাই। শিল্পী নিজেকে দর্শকদের মাঝে হারিয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য। আসলে এই সব প্রতিষ্ঠানের মধ্যে নামধারী কোন ধরনের শিল্পী কিংবা ব্যান্ড না থাকলে আছে এমন কিছু কিছু শিল্পী রয়েছে, যাদের গান গুলো দর্শক শুনতে পেরে অনেক মজা করেছে।আর এমন ধরনের কনসার্ট গুলোর মধ্যে দর্শকেরা মজা করার জন্যই যেয়ে থাকে।
বিশেষ করে যখন পুরনো দিনের এক জনপ্রিয় গান শুরু হলো, তখন যেন সময় থেমে গেল কিছুক্ষণের জন্য। সবাই একসাথে গাইল, নাচল।কনসার্টের শেষ দিকে এসে হঠাৎ করে হালকা ঠাণ্ডা হাওয়া বইতে শুরু করল।সেদিনের আবহাওয়া মোটামুটি ঠান্ডা ছিল , চারপাশের সঙ্গী মানুষগুলোর দিকে তাকিয়ে থাকলাম। সবাই মিলে আমরা যেন একটা ছোট্ট পরিবারের মতো হয়ে গিয়েছিলাম, সকলেই মিলে এক সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান টি উপভোগ করার চেষ্টা করছিলাম। এক মঞ্চ, এক সুর, আর অজস্র হৃদয় এটাই তো সঙ্গীতের জাদু।যে শিল্পী নিজেকে দর্শকদের সামনে যত বেশি সুন্দর করে তুলে ধরতে পারে, দর্শকেরা সেই শিল্পী কে তত বেশি বাহবা দেন।
শেষ গানটা ছিল একটু ধীর, নরম সুরের। চোখ বন্ধ করে শুধু শুনছিলাম। কনসার্ট শেষ হলেও বুকের ভেতর যেন এখনো বাজছে সেই শেষ সুরটি। হাঁটতে হাঁটতে বুঝলাম, বছরের প্রথম ওপেন কনসার্ট কেবল একটি অনুষ্ঠান নয়, এটি ছিল এক অনুভব, যা মনের গহীনে গিয়ে বসে থাকবে অনেকদিন। আমরা সকলেই বেশ দারুন ভাবে উপভোগ করেছিলাম অনুষ্ঠান টি। আসলে মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান গুলো উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness