নমস্কার বন্ধুরা,
আজকে আমি আপনাদের একটা কবিতা লিখতে চলেছি।প্রিয় মানুষটাকে নিয়েই জীবন চলতে চায়।চায় তাকে নিজের মতো করে কাছে পেতে।সাজিয়ে নিয়ে চায় অবুঝ কিংবা যুক্তিগত মন ও।এটাই স্বাভাবিক ভালোবাসায়।
জাস্টিসের চোখে বাঁধা ছিল কাপড়,
অথচ কানটা ছিল একপাশে খোলা—
পাশে দাঁড়ানো ধনী উকিলের ফিসফিসানি
শুনে গিয়েছিল অভ্যস্ত মতোই।
বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিল
একজন গরিব মা—ছেঁড়া শাড়ি,
এক হাতে সন্তানের ছবি, অন্য হাতে
সত্যের ক্ষয়ে যাওয়া দলিল।
বিচারকের করমর্দন ছিল কঠিন,
তবুও গাভীর মতো চোখ নেমে গিয়েছিল
যখন দালালের হাসির ভেতর
রায় লেখা হয়ে গেছে আগেই।
নথির ভাঁজে সত্যটা চাপা পড়েছিল—
কারণ সাক্ষীরাও কিনে ফেলা যায় আজকাল,
আর ফাঁসির দড়িটাও অপেক্ষা করে
কে কবে ভুল উচ্চারণ করে ফেলে ‘আসামি’ শব্দটা।
আদালতে একটা প্রহসন হয়ে গেলো,
আর আমরা করতালি দিলাম,
কারণ নিরবতা এখন গিলে খায় প্রতিবাদকে,
আর লজ্জা—সে তো কবে ঘুষ নিয়ে পালিয়েছে।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

