নমস্কার বন্ধুরা,
আজকে আমি আপনাদের একটা কবিতা লিখতে চলেছি।প্রিয় মানুষটাকে নিয়েই জীবন চলতে চায়।চায় তাকে নিজের মতো করে কাছে পেতে।সাজিয়ে নিয়ে চায় অবুঝ কিংবা যুক্তিগত মন ও।এটাই স্বাভাবিক ভালোবাসায়।
সময় কখনো হাত ধরেনি,
তবু আমরা তার পেছন ছুটেছি,
ঘড়ির কাঁটা থেমে থাকলেও
চোখের কোল ভিজে গেছে প্রতীক্ষায়।
বলে রাখা ভালো,
সব প্রস্থানই চিরতরে নয়—
কিছু চলে যাওয়া
ফিরে আসারই প্রস্তুতি।
তুমি যখন বললে, “এখন নয়,”
আমি ভাবিনি সেটা “কখনোই নয়।”
কারণ অসময়ে যে মানুষটা দাঁড়ায়
সে সময়েরও ঊর্ধ্বে দাঁড়িয়ে ভালোবাসে।
ফিরে আসা মানে শুধু দরজা খোলা নয়—
একটা অজানা আলোয়
নিজেকে নতুন করে খুঁজে পাওয়া।
যেখানে না বলা কথাগুলোও
একদিন আবার বলা হয়ে ওঠে।
অসময়ে ও ফিরে আসা যায়—
যদি মন হোক উন্মুক্ত,
যদি হৃদয় হয় আশ্রয়,
আর যদি কেউ থাকে অপেক্ষায়—
তাহলে যে কোনো ক্ষণই
ফেরার উপযুক্ত সময়।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

