হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি একটি গ্রামীণ পরিবেশের উপর কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এটা একপ্রকার বলা যায়,শৈশবের এক টুকরো স্মৃতি থেকে এই আর্টটি করা। আগে শৈশবে গ্রামীণ পরিবেশে বিকেল হলেই আমাদের ঘুড়ি উড়ানোর জন্য একপ্ৰকার মনের মধ্যে বিশাল উন্মাদনা কাজ করতো। এই ঘুড়িগুলো উড়াতে আরো আনন্দ লাগতো, যখন নিজে হাতে তৈরি করে সেগুলো উড়ানো হতো। এখানে সেইরকমই একটা গ্রামীণ প্রতিচ্ছবিকে কেন্দ্র করে দৃশ্যটাকে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে যেমন, একটা গ্রামীণ পরিবেশে একটি বালক রাস্তার একটি ফাঁকা স্থানে দাঁড়িয়ে ঘুড়ি উড়াচ্ছে। এই দৃশ্যটাকে দেখলে নিজেদেরই সেই শৈশব জীবনের কথা আবারো মনে পড়ে যায়। এটা আমার সেই স্মৃতি থেকেই একটা কল্পনামাফিক প্রতিফলিত করার প্রচেষ্টা ছিল। আশা করি এই অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কনটির মূল বিষয়ের দিকে চলে যাওয়া যাক।
![]() |
---|
✠উপকরণ:✠
আর্ট পেপার |
---|
বোর্ড |
স্কেচ পেন্সিল |
মার্কার পেন |
মোম রং |
রাবার |
✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---
![]() |
---|
❖প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটা গ্রামীণ দৃশ্য নিজের মতো করে পুরোপুরি এঁকে নিয়েছি। এরপর সেখানে রাস্তাঘাট এবং আশেপাশে গাছগাছালি এঁকে দিয়েছি। এরপর রাস্তার উপরে একটি বালক দাঁড়িয়ে ঘুড়ি উড়াচ্ছে তার প্রতিচ্ছবি এঁকে তুলে ধরেছিলাম।
![]() |
---|
❖দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে অংকনটি পুরোপুরি এঁকে নেওয়ার পরে তাতে মার্কার পেনের কালী দিয়ে ভালোভাবে গাঢ় করে ফুটিয়ে তুলেছিলাম।
![]() |
---|
❖তৃতীয় ধাপে- মোম রং দিয়ে আকাশের দৃশ্য তুলে ধরেছিলাম। এরপর গাছের পাতাগুলোতেও একটু কালার করে দিয়েছিলাম।
![]() |
---|
❖চতুর্থ ধাপে- বাদবাকি গাছের অবশিষ্ট অংশ এবং বাড়িঘর সহ রাস্তার আশেপাশে কালার দিয়ে সবুজতার দৃশ্য তুলে ধরেছিলাম। এরপর ঘুড়িটিকে কালার করে দিয়েছিলাম।
![]() |
---|
❖পঞ্চম ধাপে- রাস্তার দিকে কালার করে দিয়েছিলাম এবং সেই সাথে যে বালকটি ঘুড়ি উড়াচ্ছে, তাকে কালার করে অঙ্কনটি সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



